স্টাফ রিপোর্টার : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ইফতার কেন আপেল-আঙুর দিয়ে করা হবে। দাম বেশি হলে বরই-পেয়ারা দিয়ে ইফতার করবেন।
সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, দেশের কী সমস্যা আপনারাও জানেন, আমরাও জানি। আকাশ থেকে দেশের সমস্যার সমাধান আসে না। পাতালে দাঁড়িয়েই সমস্যা সমাধান করতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাফ জানিয়ে দিয়েছেন কোনো ইফতার মাহফিল হবে না। দেশটা সংসারের মতো করে চালাতে হবে। সংসারে সংকটে যেমন কৃচ্ছ্রসাধন করতে হয়, দেশের বেলায়ও সেভাবে কাজ করতে হবে।
জিআই পণ্য প্রসঙ্গে তিনি বলেন, যেসব পণ্য বাংলাদেশের নিজস্ব, তার আইডেন্টিটি পেতে যা যা প্রয়োজন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেসব কিছু করা হয়েছে। বাংলাদেশের পণ্যের স্বত্বাধিকার বাংলাদেশের হাতেই থাকবে।
ডিসিদের কী নির্দেশনা দেয়া হয়েছে জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, কত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ তা এই প্রজন্ম বুঝবে না। বর্তমানের সব ডিসিই স্বাধীনতা পরবর্তী প্রজন্মের। তারপরও তারা গ্রামের কাদামাটি থেকে উঠে আসা মানুষ, তাই ছোট-বড় সব সমস্যা বুঝতে পারেন। তাদের সমস্যার কথাগুলো গুরুত্ব সহকারে শোনা হয়েছে এবং সে অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।