০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য

ভোটে হেরে যাবে বলেই বিএনপি নির্বাচনে যায়নি :সংসদে প্রধানমন্ত্রী

  • Md Rasel Mia
  • সময়ঃ ১২:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ৮৭ সময়

ডেস্ক রিপোর্ট :দেশে-বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপির পক্ষ থেকে দেশে-বিদেশে বলা হচ্ছে, তাদের এত নেতাকর্মী গ্রেফতার। সব নাকি রাজবন্দি। যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা রাজবন্দি হতে পরে না। তারা সন্ত্রাসী, জঙ্গিবাদী। রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি।

মঙ্গলবার (৫ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সরকারপ্রধান তার বক্তব্যের শুরুতে বেইলি রোড ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ ও সমবেদনা প্রকাশ করেন।

দেশে কিছুটা মূল্যস্ফীতি আছে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি আর যুদ্ধের প্রভাবই মূল্যস্ফীতির কারণ। দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক কূটনীতি, শুধুমাত্র রাজনৈতিক নয়। তাই কোথায় কী রফতানি করা যায়, তা খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, এবারের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ভোটে হেরে যাবে বলেই বিএনপি অংশ নেয়নি। বরাবরই তারা আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এ সময় জনগণকে এসব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্রুত বিচার আইন স্থায়ী ও অফশোর ব্যাংকিং আইন পাস হয়েছে।

About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

শপথ নিলেন প্রধান ও চার নির্বাচন কমিশনার

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য

ভোটে হেরে যাবে বলেই বিএনপি নির্বাচনে যায়নি :সংসদে প্রধানমন্ত্রী

সময়ঃ ১২:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

ডেস্ক রিপোর্ট :দেশে-বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপির পক্ষ থেকে দেশে-বিদেশে বলা হচ্ছে, তাদের এত নেতাকর্মী গ্রেফতার। সব নাকি রাজবন্দি। যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা রাজবন্দি হতে পরে না। তারা সন্ত্রাসী, জঙ্গিবাদী। রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি।

মঙ্গলবার (৫ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সরকারপ্রধান তার বক্তব্যের শুরুতে বেইলি রোড ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ ও সমবেদনা প্রকাশ করেন।

দেশে কিছুটা মূল্যস্ফীতি আছে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি আর যুদ্ধের প্রভাবই মূল্যস্ফীতির কারণ। দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক কূটনীতি, শুধুমাত্র রাজনৈতিক নয়। তাই কোথায় কী রফতানি করা যায়, তা খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, এবারের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ভোটে হেরে যাবে বলেই বিএনপি অংশ নেয়নি। বরাবরই তারা আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এ সময় জনগণকে এসব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্রুত বিচার আইন স্থায়ী ও অফশোর ব্যাংকিং আইন পাস হয়েছে।