অনলাইন ডেস্ক : অনন্ত ও রাধিকার বিয়েতে যোগ দিয়েছিলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান।
মাত্র ৩৯ বয়সী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মাঝে পঞ্চম। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১৭২ মিলিয়ন মার্কিন ডলার।
তিনিও ইনস্টাগ্রামে অনন্ত-রাধিকাকে অভিনন্দন জানিয়ে লেখন, “ভারতীয় বিয়ের অনুষ্ঠান দারুণ।”
তবে বিয়েতে জাকারবার্গের অংশগ্রহণ নিয়ে যতটা আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে জাকারবার্গের পোশাক নিয়ে। অনুষ্ঠানে জাকারবার্গ একটি সাদা প্যান্ট ও সাথে একটি ফতুয়া বা শার্ট পরেছিলেন।
সেই ফতুয়া আবার সাধারণ কোনও ফতুয়া না। সেই ফতুয়ার ওপর আবার বাঘের ছবি আঁকা। ডিজাইনার মার্ক রাহুল মিশ্রের নকশা করা সুন্দরবন ডিজাইনের এই ফতুয়াটি হাতে সেলাই করা।
এখন, জাকারবার্গের পোশাক নিয়ে আলোচনা হওয়ার পেছনে অন্য এক কারণ আছে। সেটি হলো— তিনি সাধারণত সবসময় ধূসর রঙের টি-শার্ট এবং নেভি ব্লু রঙা জিন্স পরেন। গত এক দশকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাতে তার প্রতিদিন একই ধরনের পোশাক পরার বিষয়টি আলোচনায় এসেছে।
নিউ ইয়র্ক টাইমসের ২০১৫ সালের এক প্রতিবেদন থেকে জানা যায় যে ২০১৪ সালে মার্ক জাকারবার্গের কাছে একটি অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ‘একই পোশাক পরার কারণ’ সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিলো।
তখন তিনি উত্তরে বলেছিলেন, “আমি সত্যিই ভাগ্যবান যে আমি এমন এক অবস্থানে আছি, যেখানে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এক বিলিয়নেরও বেশি মানুষকে সেবা করতে সাহায্য করি।”
“আমি সত্যিই আমার জীবনকে সহজ রাখতে চাই। সেজন্য আমার এই কমিউনিটি (ফেসবুক) ছাড়া অন্য কোনও বিষয়েই আমি যতটা সম্ভব কম সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করি।”