ডেস্ক রিপোর্ট : পণ্যের দাম বাড়ানোর পেছনে কারসাজিকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে যে কোনো পর্যায়ে ক্রয়-বিক্রয় রসিদ রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে লেবু, শসা ও বেগুনের দাম বাড়িয়েছে অনেক ব্যবসায়ী। তবে হাত বদলের পর কীভাবে কোন বাজার থেকে পণ্যের দাম বাড়ছে এমন তথ্য যাচাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর বাজারে অভিযান পরিচালনা করা হবে।
সোমবার (১১ মার্চ) রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে শান্তিনগর বাজার পরিদর্শনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।