স্টাফ রিপোর্টার : শ্রমিক ঠকানোর মামলায় সাজাপ্রাপ্ত ড. মুহম্মদ ইউনূস আবারও জাতির সঙ্গে প্রতারণা করেছেনি বলে অভিযোগ উঠেছে।গত কয়েকদিন যাবৎ ইউনেস্কোর তাকে ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার দিয়েছে বলে নিজে ও তার ইউনূস সেন্টার ব্যাপক প্রচারণায় নামে। তবে বাংলাদেশ ইউনেসকো কমিশনের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলছেন, খবরটি একশ’ ভাগ মিথ্যা।
শুধু তাই নয়, এমন প্রতারণামূলক প্রচারণা চালানোর দায়ে ইউনূস সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জাতির সঙ্গে প্রতারণা করার বিষয়টি তুলে ধরে ইউনেসকো সদর দফতরে ব্যাখ্যা পাঠাবে ঢাকা; যেন এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে সংস্থাটি।
আর বিশ্লেষকরা বলছেন, যখনই কোনো না কোনোভাবে ড. ইউনূস কোনো সমস্যা সৃষ্টি করেন, তখন তার সমর্থকরা আন্তর্জাতিক কোনো প্লাটফর্ম থেকে তাকে সহায়তার চেষ্টা করেন। এবারও ট্রি অব পিস নিয়ে তেমনই চেষ্টা করা হচ্ছে বলে ধারণা তাদের।
ড. ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত হওয়ার খবরটি গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
তবে প্রায় এক সপ্তাহ পর বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ইউনেসকো কমিশনের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, খবরটি ভুয়া, বিভ্রান্তিকর। যা প্রচার করে জাতির সঙ্গে প্রতারণা করেছেন ড. ইউনূস ও ইউনূস সেন্টার।
৯৯৯ এ ফোনে ২ ছিনতাই কারীকে গ্রেফতার করল পুলিশ
বিষয়টিকে বাংলাদেশের জন্য অপমানজনক উল্লেখ করে ইউনূস সেন্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কোর নাম নিয়ে ড. ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করেছেন, যেটা অনৈতিক ও অপরাধমূলক। আবার একজন ইসরাইলি ভাস্করের দেয়া উপহার ইউনেস্কোর নামে চালিয়ে দেয়া দেশের জন্যও মানহানিকর।
ইউনূসের এই পুরস্কার প্রতারণার বিষয়ে শুধু দেশে আইনি ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না ঢাকা। ব্যাখ্যা পাঠাবে ইউনেস্কোর সদর দফতরে- যেন তাদের করণীয় সারতে পারে সংস্থাটি।
নওফেল আরও বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও অপমানজনকও বটে। আমরা ইউনেস্কোকে এটা বলব। এছাড়া শ্রম আইন লঙ্ঘনের জন্য ইউনূস যে দণ্ডিত হয়েছেন, সেটাও ইউনেস্কোকে জানাব। একজন দণ্ডিত ব্যক্তি ইউনেস্কোর নাম নিয়ে যে অপপ্রচার করছেন, এটি থেকে ইউনেস্কোকে সতর্ক করব।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে তাদের এমন অবস্থানের কথা জানানো হয়। ‘ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস প্রদান: বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের বক্তব্য’ শীর্ষক এ বিবৃতিতে সই করেছেন কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান।