১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসী

কুকি চিনের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, দমন করাই সরকারের মূল টার্গেট :ওবায়দুল কাদের

  • Md Rasel Mia
  • সময়ঃ ০৪:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৬৫ সময়

স্টাফ রিপোর্টার :কুকি চিনের হামলা  একটি বিচ্ছিন্ন ঘটনা।কুকি চিনের ঘটনা পুরো পাহাড়ের শান্তি বিঘ্নিত করতে পারবে না।তাদের বিরুদ্ধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী খুবই  সর্তক ও শক্ত অবস্থান নিয়েছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে:স্বরাষ্ট্র মন্ত্রী 

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ হবে।বিএনপি ক্ষমতা হারিয়ে এখন আবোল তাবোল বলতে শুরু করছে,  তাদের আন্দোলনের সক্ষমতা নেই।তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে,কোনদিনই সম্ভব না। খালেদা জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ তারা। তাদের এই ব্যর্থতার দায়ভার সরকারের নয়। এ সময় খালেদা জিয়ার বিচার নিয়ে বিএনপি কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করে তিনি বলেন তার বর্তমান অবস্থার জন্য বিএনপিই দায়ী।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এমপি বা মন্ত্রীরা কোথাও কোনো প্রভাব বিস্তার করবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর যদি কেউ দলীয় নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

Tag :
About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে

বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসী

কুকি চিনের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, দমন করাই সরকারের মূল টার্গেট :ওবায়দুল কাদের

সময়ঃ ০৪:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার :কুকি চিনের হামলা  একটি বিচ্ছিন্ন ঘটনা।কুকি চিনের ঘটনা পুরো পাহাড়ের শান্তি বিঘ্নিত করতে পারবে না।তাদের বিরুদ্ধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী খুবই  সর্তক ও শক্ত অবস্থান নিয়েছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে:স্বরাষ্ট্র মন্ত্রী 

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ হবে।বিএনপি ক্ষমতা হারিয়ে এখন আবোল তাবোল বলতে শুরু করছে,  তাদের আন্দোলনের সক্ষমতা নেই।তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে,কোনদিনই সম্ভব না। খালেদা জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ তারা। তাদের এই ব্যর্থতার দায়ভার সরকারের নয়। এ সময় খালেদা জিয়ার বিচার নিয়ে বিএনপি কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করে তিনি বলেন তার বর্তমান অবস্থার জন্য বিএনপিই দায়ী।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এমপি বা মন্ত্রীরা কোথাও কোনো প্রভাব বিস্তার করবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর যদি কেউ দলীয় নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে