আজকের ঢাকা অনলাইন ডেস্ক : ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ইসরায়েলের ওপর যে কোনো ধরনের হামলা ঘটলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে।এর আগে মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে যানা যায় যে কোন মুহূর্তে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা করতে পারে ইরান।
ঈদের দিন ইসরায়েলের হামলায় হানিয়ার ৩ সন্তান সহ নিহত ১২৫
শুক্রবার (১২ এপ্রিল) সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধু রাস্ট্র। এই রাষ্ট্রটির প্রতি সবসময় যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে তারা অবশ্যই সহযোগিতা করবেন এবং ইরান কখনও ইসরায়েলে হামলা করে সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
বাইডেন বলেন, ‘ইসরায়েলে কোনো হামলা নয়— ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৩ জন নিহত হন। সেখানে ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার ছিল। ইরান এই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ইসরায়েলে হামলার ঘোষণাও দিয়েছে। এর জেরে ইসরায়েল-গাজা যুদ্ধের মতো মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধের শঙ্কা জেগেছে।