অনলাইন ডেস্ক : সপরিবারে ব্রিটেনে থাকা আরও কঠোর হল সে দেশের ভিসা পাওয়া মানুষজনের জন্য। ফ্যামিলি ভিসা অর্থাৎ পরিবার নিয়ে ব্রিটেনে থাকার যে ন্যূনতম শর্ত, তা আরও কঠোর করল সে দেশের কনজ়ারভেটিভ পার্টির সরকার। আগে ব্রিটেনে বসবাসকারী কর্মজীবী মানুষজন তাঁদের পরিবারের জন্য ভিসার আবেদন করলে দেখা হত আবেদনকারী বছরে অন্তত ১৮ হাজার ৬০০ পাউন্ড (বাংলাদশী মুদ্রায় প্রায় ২৭ লক্ষ ৯০ হাজার ১২৬ টাকা) বেতন পান কি না। এ বার ন্যূনতম মাসিক বেতনের অঙ্ক বাড়িয়ে ২৯ হাজার ২০০ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা) করা হল।(১৫০ টাকা হিসাবে)
ব্রিটিশ সরকারের তরফে এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, করদাতাদের উপর অভিবাসন ব্যবস্থার গুরুভার লাঘব করতে এবং অনিয়ন্ত্রিত শরণার্থী সমস্যা মেটাতেই তাদের এই পদক্ষেপ। কিছু দিন আগে ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছিলেন, তাঁরা ব্রিটেনের অভিবাসন ব্যবস্থাকে পুরো বদলে দিতে চান।
তবে এক ধাক্কায় মাসিক আয়ের নিম্নসীমা ৫৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় চাকরিজীবী অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাঁদের চিন্তা আরও বাড়িয়ে বিবৃতিতে বলা হয়েছে, দক্ষ কর্মী বা শ্রমিকদের জন্য আয়ের নিম্নসীমা আগামী বছরেই আরও ৩১ শতাংশ বৃদ্ধি করতে চলেছে ব্রিটেনের সরকার। সে ক্ষেত্রে পরিবার নিয়ে থাকতে হলে ন্যূনতম ৩৮ হাজার ৭০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ ৫ হাজার টাকা) বেতন পেতে হবে।