দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :আজ ১ মে বুধবার মহান মে দিবস-২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি সকাল সাড়ে ৯ ঘটিকায় বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান মে দিবস উপলক্ষে আলচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম, অধ্যাপক মোঃ গোলাম ফেরদৌস জিলু, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন, সভাপতি, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি, ময়মনসিংহ ।
মহান মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ।
এ সময় ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।