১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাবু সোমনাথ সাহা

  • Md Rasel Mia
  • সময়ঃ ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ৮৩ সময়

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১ মে (মঙ্গল বার) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হযেছে। এ উপজেলাতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাবু সোমনাথ সাহা (আনারস) প্রাপ্ত ভোট ৫৪৯২১। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৪৮০৫৯ । এইচ এম খায়রুল বাসার (ঘোড়া) প্রতিকে ১০০৮২।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী সোহেল রানা(পালকী)প্রাপ্ত ভোট ৪২৫০৬, নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল হুদা লিটন(চশমা) পেয়েছেন ২৯০২৩ ভোট। মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ১৯০২৩ এবং হারুনূর রশীদ পবিত্র (মাইক) প্রাপ্ত ভোট ১৮৩২০।

মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী প্রার্থী হচ্ছেন নিলুফা ইযাসমিন (হাঁস)প্রাপ্ত ভোট ৪১৩৮০ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমা আক্তার রুবি ( প্রজাপতি) পেয়েছেন ২১৯৩৩ ভোট । পরশমনি (ফুটবল) প্রাপ্ত ভোট ১৭৬৭১, দিলোয়ারা আক্তার (পদ্ম ফুল)প্রাপ্ত ভোট ১২৩২৪, তাসলিমা ইয়াসমিন কল(কলস) প্রাপ্ত ভোট ১০৯০১ এবং ফেরদৌসি নাসরিন(বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৫৫৯৭ ভোট।

Tag :
About Author Information

Md Rasel Mia

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাবু সোমনাথ সাহা

সময়ঃ ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১ মে (মঙ্গল বার) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হযেছে। এ উপজেলাতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাবু সোমনাথ সাহা (আনারস) প্রাপ্ত ভোট ৫৪৯২১। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৪৮০৫৯ । এইচ এম খায়রুল বাসার (ঘোড়া) প্রতিকে ১০০৮২।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী সোহেল রানা(পালকী)প্রাপ্ত ভোট ৪২৫০৬, নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল হুদা লিটন(চশমা) পেয়েছেন ২৯০২৩ ভোট। মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ১৯০২৩ এবং হারুনূর রশীদ পবিত্র (মাইক) প্রাপ্ত ভোট ১৮৩২০।

মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী প্রার্থী হচ্ছেন নিলুফা ইযাসমিন (হাঁস)প্রাপ্ত ভোট ৪১৩৮০ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমা আক্তার রুবি ( প্রজাপতি) পেয়েছেন ২১৯৩৩ ভোট । পরশমনি (ফুটবল) প্রাপ্ত ভোট ১৭৬৭১, দিলোয়ারা আক্তার (পদ্ম ফুল)প্রাপ্ত ভোট ১২৩২৪, তাসলিমা ইয়াসমিন কল(কলস) প্রাপ্ত ভোট ১০৯০১ এবং ফেরদৌসি নাসরিন(বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৫৫৯৭ ভোট।