স্টাফ রিপোর্টার : দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমবায় অধিদপ্তর গড়তে দাবি জানিয়েছেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
নিজেরা দীর্ঘদিন বৈষম্য ও অন্যায় আচরণের শিকার হয়েছেন। সামনের দিনগুলোতে এ অনিয়ম যেন না হয় এমন দাবি কর্মকর্তা-কর্মচারীদের।
এসময় নিয়োগে স্বচ্ছতা, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে অনিয়ম বন্ধ করা, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা, প্রধান কার্যালয়ে দীর্ঘদিন অবস্থান করা কর্মীদের জেলায় বদলিসহ কয়েক দফা দাবি তুলে ধরা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কেন্দুয়ার দুটি পরিবারের পাশে দাঁড়ালে ড. রফিকুল ইসলাম হিলালী।
বক্তারা বলেন, জনগণের কল্যাণে কাজ না করে বেশ কিছু চিহ্নিত ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে নিয়োগ বদলি পরিচালনাসহ সার্বিকভাবে সমবায় অধিদপ্তরকে কলুষিত করেছেন। তাদের অবিলম্বে আইনের আওতায় আনা দরকার। অনিয়মের বিচার করে দৃষ্টান্ত তৈরি করলে ভবিষ্যতে কেউ আর এহেন কাজ করার সাহস পাবে না।
বিগত দিনে হয়রানির উদ্দেশ্যে যেসব বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার চান ভুক্তভোগীরা।
গ্রেড বাস্তবায়নে বৈষম্য হয়েছে বলেও জানান মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়া কর্মীরা।