নিজস্ব প্রতিবেদক :ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘মহুয়া কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ওই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালবৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে বিকল্প লাইনে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন অর রশিদ।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী ‘মহুয়া কমিউটার’ ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। তবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।