ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের ইতি টানতে হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ফিলিস্তিন সংকটের মৌলিক সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রাশিয়ার প্রেসিডেন্টে পুতিনের আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক ।
পুতিন বলেন, মধ্যপ্রাচ্য কোয়ারেটটকে আবারও শক্তিশালী হতে হবে। এই গ্রুপে জাতিসংঘ, যুক্তরাষ্ট এবং রাশিয়াও ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র একে নষ্ট করেছে। এই জোট সক্রিয় থাকলে সংকট সমাধান সহজ হতো।
পুতিনের অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজে শান্তি প্রক্রিয়ায় একক আধিপত্য বিস্তার করতে গিয়ে সব নষ্ট করে ফেলেছে।