১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার, পাওয়া গেলো বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ০৮:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৫ সময়

স্টাফ রিপোর্টার:আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে কোনো জায়গা নেই: ড. ইউনূস

গ্রেফতারের পর রাজধানীর উত্তরায় বাসায় অভিযান চালিয়ে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদেবাসায় পাওয়া গেলো বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ভোর ৪টায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাই বাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতারি রিয়াল এবং ৯৯০ দশমিক ৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি এই আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ।তিনি বাংলাদেশ সরকারের মালিকানা ধীন ন্যাশনাল টি এর চেয়ারম্যান ছিলেন। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

Tag :
About Author Information

Md Mizanur Rahman

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস

সাবেক মন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার, পাওয়া গেলো বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা

সময়ঃ ০৮:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টার:আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে কোনো জায়গা নেই: ড. ইউনূস

গ্রেফতারের পর রাজধানীর উত্তরায় বাসায় অভিযান চালিয়ে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদেবাসায় পাওয়া গেলো বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ভোর ৪টায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাই বাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতারি রিয়াল এবং ৯৯০ দশমিক ৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি এই আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ।তিনি বাংলাদেশ সরকারের মালিকানা ধীন ন্যাশনাল টি এর চেয়ারম্যান ছিলেন। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।