০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

  • Md Mizanur Rahman
  • সময়ঃ ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৪ সময়

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

বজ্রপাতে মৃত্যু ঠেকাতে রোপন করা হলো তালবীজ ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। নিজ হাতে সড়কের দু’পাশে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রম পরিচালনা করেন। এ আয়োজনে অংশ নেয় গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ। মঙ্গলবার (১৯ নভেম্বর/২৪) এ কর্মসূচীর সমাপনি উৎসব অনুষ্ঠিত হয়। রোপনের কর্মসূচীর সঙ্গে এলাকাবাসীকে নিয়ে বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপনে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী এ কর্মসূচী চলে সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া, মাসকান্দা, জাঙ্গালিয়া, সহনাটী, ভালকাপুর, অচিন্তপুর ইউনিয়নের গাগলা, শাহগঞ্জ, ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা সড়ক ও ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বিভিন্ন সড়কে।
সমাপনি দিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজহাতে রাস্তার দু’পাশে তালবীজ রোপন করেন ইউএনও মো. শাকিল আহমেদ। এসময় এ কর্মসূচী বাস্তবায়নে অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাব্বি, রাজিবুল হাসান, মো. রিয়ে আহম্মেদ, আরাফাত হোসেন রাব্বি, মো. বিজয় মিয়া, মো. আমিরুল ইসলাম, রোভার মিলি আক্তার, রানী আক্তার স্বর্ণা, রিয়া আক্তার, কবিতা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই।

এই প্রেক্ষাপটে সড়কে তালবীজ রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে।
গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ অংশ নিয়েছে। তারা এ কাজ করে উৎফুল্ল। গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন ১হাজার ৭শ তালবীজ সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও ৫শ তালবীজ সংগ্রহ করা হয়। রাস্তার দু’পাশে ২২ কিলোমিটার এলাকাজুড়ে তালবীজ এবার রোপন করেছি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা মহাসড়কের গাগলা এলাকায় তালবীজ রোপনের মধ্য দিয়ে ১০ অক্টোবর এ কর্মসূচী শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Mizanur Rahman

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

ময়মনসিংহের গৌরীপুরে ইউএনও ২২ কি.মি সড়কে রোপন করলেন তালবীজ

সময়ঃ ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

বজ্রপাতে মৃত্যু ঠেকাতে রোপন করা হলো তালবীজ ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। নিজ হাতে সড়কের দু’পাশে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রম পরিচালনা করেন। এ আয়োজনে অংশ নেয় গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ। মঙ্গলবার (১৯ নভেম্বর/২৪) এ কর্মসূচীর সমাপনি উৎসব অনুষ্ঠিত হয়। রোপনের কর্মসূচীর সঙ্গে এলাকাবাসীকে নিয়ে বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপনে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী এ কর্মসূচী চলে সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া, মাসকান্দা, জাঙ্গালিয়া, সহনাটী, ভালকাপুর, অচিন্তপুর ইউনিয়নের গাগলা, শাহগঞ্জ, ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা সড়ক ও ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বিভিন্ন সড়কে।
সমাপনি দিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজহাতে রাস্তার দু’পাশে তালবীজ রোপন করেন ইউএনও মো. শাকিল আহমেদ। এসময় এ কর্মসূচী বাস্তবায়নে অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাব্বি, রাজিবুল হাসান, মো. রিয়ে আহম্মেদ, আরাফাত হোসেন রাব্বি, মো. বিজয় মিয়া, মো. আমিরুল ইসলাম, রোভার মিলি আক্তার, রানী আক্তার স্বর্ণা, রিয়া আক্তার, কবিতা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই।

এই প্রেক্ষাপটে সড়কে তালবীজ রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে।
গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ অংশ নিয়েছে। তারা এ কাজ করে উৎফুল্ল। গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন ১হাজার ৭শ তালবীজ সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও ৫শ তালবীজ সংগ্রহ করা হয়। রাস্তার দু’পাশে ২২ কিলোমিটার এলাকাজুড়ে তালবীজ এবার রোপন করেছি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা মহাসড়কের গাগলা এলাকায় তালবীজ রোপনের মধ্য দিয়ে ১০ অক্টোবর এ কর্মসূচী শুরু হয়।