অনলাইন ডেস্ক: বুধবার থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ আলি খান। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতা আপাতত বিপদসীমার বাইরে। অভিনেতার আক্রান্ত হওয়ার পর থেকেই নানা খবর ঘুরছে সমাজমাধ্যমে। এরই মধ্যে চর্চায় চলে এসেছে সইফের ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস। অভিনেতাকে নাকি এক সময় নিয়মিত ঘুমের ওষুধ খাওয়াতেন প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহ।
এই ঘটনার উপর এক সময় আলোকপাত করেছিলেন বলিউডের পরিচালক সুরজ বরজাতিয়া। পরিচালকের ‘হম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয় করেন সইফ। একটি সাক্ষাৎকারে সুরজ জানান, শুটিংয়ের সময় অনেকগুলো টেক নিতে হত তাঁকে। রাত্রে ঘুম না হওয়ার কারণে সইফ ফ্লোরে এসে ক্লান্ত থাকতেন। সুরজ বলেন, ‘‘তখন ওর ব্যক্তিগত জীবনে ঝড়। খুব টেনশনে থাকত। সূত্র আনন্দ বাজার অনলাইন