ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৬ বছরের মতো দেশ শাসন করা দলটির নেতাদের অধিকাংশই সেই থেকে লাপাত্তা। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। এদের মধ্যে অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এবার ঢাকা-৭ আসনের এমপিকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।