০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে ২২৮ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন

  • Md Rasel Mia
  • সময়ঃ ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ১২৮ সময়

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। যুগপৎ আন্দোলনের শরিকসহ জামায়াতে ইসলামীও আলাদা করে এই অবরোধ পালন করছে। অবরোধের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০টি টহল টিম।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি ও র‍্যাবের পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

এদিকে অবরোধের ফলে যেন সহিংসতা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে, তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত আছি।

About Author Information

Md Rasel Mia

ময়মনসিংহের গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

দেশজুড়ে ২২৮ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন

সময়ঃ ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। যুগপৎ আন্দোলনের শরিকসহ জামায়াতে ইসলামীও আলাদা করে এই অবরোধ পালন করছে। অবরোধের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০টি টহল টিম।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি ও র‍্যাবের পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

এদিকে অবরোধের ফলে যেন সহিংসতা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে, তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত আছি।