দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহের গৌরীপুরে রোববার সকাল ১১ টায় কালীপুর কলেজ রোডস্থ নেক্সাস রেস্টুরেন্টের সেমিনার কক্ষে মেগনেসা ব্যবসা ও পণ্য বাজারজাত করণের লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই অতিথিবৃন্দেকে ফুল দিয়ে বরণ করেন সদস্যবৃন্দ পরে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন মেগনেসার কান্ট্রি ডিরেক্টর ও ডায়মন্ড এক্সিকিউটিভ নাসির উদ্দীন চৌধুরী। এতে আরো ব্ক্তব্য রাখেন সি,ই,ও এম, ডি আফজাল হোসেন,
রুবি এক্সিকিউটিভ জাকির ভুইয়া পলাশ, রুবি এক্সিকিউটিভ জুবায়ের হোসেন, পার্ল এক্সিকিউটিভ মোঃ সাইদুল ইসলাম, স্টার এক্সিকিউটিভ মোঃ হারুন অর রশিদ, স্টার অফ মেগনেসা ম্যাক সুজন এবং স্টার এক্সিকিউটিভ ও আয়োজক মোঃ কামাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মেগনেসা বিজনেসের
সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।