নিজস্ব প্রতিবেদক:জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আগামী জাতীয় নির্বাচনে জনগণ যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ভোট দিয়ে বিজয়ী করে তাহলে আমাদের প্রতিটি নেতা কর্মী হবে রাষ্ট্রের সেবক। দেশে কোন দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। দেশে এখন আল্লাহর আইন চাই, অন্যসব ভাইদের আইন দেখা হয়ে গেছে। যে দল ঈমানদারীর সবচেয়ে কাছাকাছি, নির্বাচনে সেই দলকে বাছাই করতে আহ্বান জানান তিনি।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মনিপুর হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ক্ষমতায় গেলে এমনই বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে সকল ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।জামায়াত কখন প্রতিহিংসার রাজনীতি করেনা।
এসময় তিনি আরও বলেন, যার মুখের কথার সাথে কাজের বেশি মিল থাকবে জাতি তাদেরকেই বেছে নেবে।