০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চার বিভাগে হিট অ্যালার্ট জারি, হতে পারে ঘূর্ণিঝড়

  • সময়ঃ ১২:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ২১ সময়

স্টাফ রিপোর্টার : চৈত্রের শুরু থেকে বৃষ্টির প্রভাবে গরম তেমন অনুভূত হয়নি। তবে এবার যেন চৈত্র তার স্বমহিমায় ফিরেছে। কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।রাজধানী ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তবে আগামী ৭২ ঘণ্টায় এই প্রবাহ আরও বৃদ্ধি পাবে জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে। বুধবার ( ৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ক্ষেত্রবিশেষে এটির মাত্রা আরও বাড়তে পারে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী,৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
About Author Information

জনপ্রিয় নিউজ

নারীবাদীদের জরায়ু ছাড়া কিছুই নেই, তারা সমাজ নষ্টের মূল : রিচা চাড্ডা

চার বিভাগে হিট অ্যালার্ট জারি, হতে পারে ঘূর্ণিঝড়

সময়ঃ ১২:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার : চৈত্রের শুরু থেকে বৃষ্টির প্রভাবে গরম তেমন অনুভূত হয়নি। তবে এবার যেন চৈত্র তার স্বমহিমায় ফিরেছে। কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।রাজধানী ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তবে আগামী ৭২ ঘণ্টায় এই প্রবাহ আরও বৃদ্ধি পাবে জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে। বুধবার ( ৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ক্ষেত্রবিশেষে এটির মাত্রা আরও বাড়তে পারে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী,৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস।