০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

  • সময়ঃ ১০:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ২৮ সময়
স্টাফ রিপোর্টার :রাজধানীতে ছিনতাই,চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে রাত ১১টার পর সড়কের সংযোগস্থলে চায়ের দোকানসহ অস্থায়ী দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের ক্রাইম রিভিউ সভায় সভাপতির বক্তব্যে ডিএমপির প্রধান কর্মকর্তা এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রায়ই দেখা যায়, ওইসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারারাত আড্ডা দেয়, সুযোগ পেলেই ছিনতাই করে। রাত ১১টার পর রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান বন্ধ করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেন কোনো আতঙ্কজনক কর্মকাণ্ড না ঘটে সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে গত মার্চে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধান রক্ষায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রাইম রিভিউ সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনো গাড়ি দেখা গেলে কর্তব্যরত পুলিশকে যাচাই করতে হবে এটি আসলে পুলিশ কর্মকর্তার গাড়ি কি না। কারণ গাড়িতে পুলিশের স্টিকার বা ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীরাও ঘোরাফেরা করে।

যদি প্রমাণিত হয় যে এটি পুলিশের গাড়ি নয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ডিএমপির ক্রাইম অ্যান্ড ট্রাফিক বিভাগকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান তিনি।

ক্রাইম রিভিউ সভায় ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় নিউজ

নারীবাদীদের জরায়ু ছাড়া কিছুই নেই, তারা সমাজ নষ্টের মূল : রিচা চাড্ডা

রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির

সময়ঃ ১০:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
স্টাফ রিপোর্টার :রাজধানীতে ছিনতাই,চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে রাত ১১টার পর সড়কের সংযোগস্থলে চায়ের দোকানসহ অস্থায়ী দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের ক্রাইম রিভিউ সভায় সভাপতির বক্তব্যে ডিএমপির প্রধান কর্মকর্তা এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রায়ই দেখা যায়, ওইসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারারাত আড্ডা দেয়, সুযোগ পেলেই ছিনতাই করে। রাত ১১টার পর রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান বন্ধ করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেন কোনো আতঙ্কজনক কর্মকাণ্ড না ঘটে সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে গত মার্চে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধান রক্ষায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রাইম রিভিউ সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনো গাড়ি দেখা গেলে কর্তব্যরত পুলিশকে যাচাই করতে হবে এটি আসলে পুলিশ কর্মকর্তার গাড়ি কি না। কারণ গাড়িতে পুলিশের স্টিকার বা ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীরাও ঘোরাফেরা করে।

যদি প্রমাণিত হয় যে এটি পুলিশের গাড়ি নয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ডিএমপির ক্রাইম অ্যান্ড ট্রাফিক বিভাগকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান তিনি।

ক্রাইম রিভিউ সভায় ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।