জসিম উদ্দিন বরিশাল প্রতিনিধি :বরিশালের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে হিজালা উপজেলার পরিষদ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকায় ফেরেন। হিজলা উপজেলা পরিষদ মাঠে বিকাল ৪টায় এই গণসংবর্ধনায় হাজারো নেতা-কর্মী যোগ দেন।
হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ-সদস্য ডক্টর শাম্মী আহমেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মনসুর আহমেদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেন্দীগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ খান, আমির হোসেন নান্নু মাস্টার, মাস্টার মোঃ আবু সরদার,আবুল খায়ের মিয়া, সাবেক সহ সভাপতি নেয়ামত মাস্টার, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলতাফ মাহমুদ দিপু সিকদার, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর মিয়া, হিজলা উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট কাজী জাকির হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল আলম প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক রুবেল আহমেদ,সদস্য মোঃরাসেল মিয়া, খালেক খান, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার খাম,সাধারণ সম্পাদক আলতাফ সরদার ,হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সরদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন দফাদর ,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহসান হাবিব হিরন হাওলাদার, সাধারণ সম্পাদক মোসারেফ তালুকদার, ধুলখোলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জামাল উদ্দিন ঢালী,গুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস সিকদার , সাধারন সম্পাদক মুন্সী মোঃ এচাহেক আমিন, মেহেন্দীগন্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার,চেয়ারম্যান জামাল মোল্লা,বেলাল মোল্লা, মিলন চৌধুরী, মোঃ বাপ্পি, মৃধা, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খায়ের মৃধা,এছাড়া উপস্থিত ছিলেন কৃষক লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর মোর্শেদ টিটু হিজলা উপজেলা যুবলীগের সভাপতি মিজান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রকি, মৎস্যজীবী লীগের আহ্বায়ক রেজাউর রহমান খান, সদস্য সচিব বিএম নোমান, সহ হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড , ইউনিট আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কয়েক হাজার জনগন।
প্রধান অতিথি তালুকদার মোঃ ইউনুস বলেন বরিশাল ৪ (হিজলা মেহেন্দীগন্জ ও কাজীরহাট) এর আওয়ামী লীগের কর্মীরা বহুদিন যাবৎ নির্যাতিত হয়ে আসছে।একজন স্বতন্ত্র সংসদ সদস্য বিভিন্ন সময়ে অসাংবিধানিক ভাবে কমিটি বানিজ্য করে আসছে কিন্তু আওয়ামী লীগের কোন কমিটি করার এখতিয়ার তার নেই।পংকজ আওয়ামী লীগের কেউ না।তিনি বলেন বরিশাল ৪ এর আওয়ামী লীগের অভিভাবক ডক্টর শাম্মী আহমেদ কে জননেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণ বাংলার অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর মনোনীত প্রাথীই বরিশাল ৪ এর আওয়ামী লীগের অভিভাবক।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মহিউদ্দিন আহমেদ এর উত্তরসূরী নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ তার বক্তব্য তে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমদের অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর আমাকে যে আশা করে সংসদে পাঠিয়েছে, আমি যেন তাদের সুনাম রাখতে পারি তার জন্য সকলের সহযোগিতা চাই।আমার বাবা যেভাবে সুনামের সহিত কাজ করে গেছে আমি তার অসমাপ্ত কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই।
তিনি বলেন হিজলা-মেহেন্দীগঞ্জে আর কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। দলের নাম ভাঙিয়ে, ভুয়া কমিটির পরিচয় দিয়ে কেউ জনগণকে কষ্ট দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো অপশক্তি যদি আমাদের দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা করে তাঁকেও কঠোর হাতে দমন করা হবে।
তিনি বলেন, আর কেউ ভুয়া দলীয় কমিটি পরিচয় দিয়ে বিশৃঙ্খলা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাম্মী এসময় বলেন, আমার প্রয়াত বাবা এবং আমরা মানুষের সঙ্গে কোনোদিন বেঈমানি করিনি। নির্বাচনের আগে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি চির কৃতজ্ঞ তিনি আমাকে নারী সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে হিজলা মেন্দীগঞ্জের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর আহমেদ বলেন হিজলা মেহেন্দীগন্জ ও কাজীরহাটে আওয়ামী লীগ ও নৌকা মার্কা ডুবানোর মূল কারিগর এই পংকজ নাথ।তার আমলে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী নির্যাতিত হয়ে এখন হাসপাতালে না হয় জেল খানায় আছে।
এ সময় তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ,থানা ইনচার্জ মোহাম্মদ জুবায়ের সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।