০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়

  • সময়ঃ ০৬:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৮ সময়

ডেস্ক রিপোর্ট :  মানুষ যেকোনো কাজে ভারত ভ্রমণ করতে হয়।যেমন ব্যাবসিক কাজে,অফিসিয়াল কাজে,ভ্রমণের উদ্দেশ্য বা চিকিৎসার প্রয়োজনে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে সফরকালে পাসপোর্ট আপনার সাথে রাখতে হবে।যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে কি করতে হবে?

* প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে।

*  এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য।এটি যেকোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবেন অথবা না বুজলে দালাল এর মাধ্যমে করতে পারেন কিন্তু নিজে করাই ভালো।
*তারপর বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ায় অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।

*FRRO যেদিন শুধু এক্সিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।

* আবেদন করতে হলে যা লাগবে –
১. হারানো পাসপোর্টের ফটোকপি
২. হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
৩. ৪ কপি ছবি
৪. জিডি কপি
৫. C Form/সি ফর্ম লাগবে।
যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।

✅সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।

✅আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।
আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।

⚠️ পরিশেষে একটি অনুরোধ রইল।
আপনার পাসপোর্ট শুধুমাত্র আপনার ব্যাক্তিগত না, এটি একটি রাষ্ট্রীয় সম্পদ। এটি দেশ ও জাতির পরিচয় বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশ পরিচিতি পায়।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ। আপনার ভ্রমন আনন্দদায়ক হোক।

About Author Information

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

ভারত ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়

সময়ঃ ০৬:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

ডেস্ক রিপোর্ট :  মানুষ যেকোনো কাজে ভারত ভ্রমণ করতে হয়।যেমন ব্যাবসিক কাজে,অফিসিয়াল কাজে,ভ্রমণের উদ্দেশ্য বা চিকিৎসার প্রয়োজনে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে সফরকালে পাসপোর্ট আপনার সাথে রাখতে হবে।যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে কি করতে হবে?

* প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে।

*  এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য।এটি যেকোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবেন অথবা না বুজলে দালাল এর মাধ্যমে করতে পারেন কিন্তু নিজে করাই ভালো।
*তারপর বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ায় অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।

*FRRO যেদিন শুধু এক্সিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।

* আবেদন করতে হলে যা লাগবে –
১. হারানো পাসপোর্টের ফটোকপি
২. হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
৩. ৪ কপি ছবি
৪. জিডি কপি
৫. C Form/সি ফর্ম লাগবে।
যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।

✅সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।

✅আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।
আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।

⚠️ পরিশেষে একটি অনুরোধ রইল।
আপনার পাসপোর্ট শুধুমাত্র আপনার ব্যাক্তিগত না, এটি একটি রাষ্ট্রীয় সম্পদ। এটি দেশ ও জাতির পরিচয় বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশ পরিচিতি পায়।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ। আপনার ভ্রমন আনন্দদায়ক হোক।