১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা নির্বাচনে ২৫ মার্চ এর মধ্যে ভোট কেন্দ্র চুড়ান্ত :ইসি

  • সময়ঃ ০৫:২৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৪৯ সময়

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু  হবে আগামী মে মাসে।প্রথম ধাপের উপজেলা নির্বাচন  ৪ মে শুরু হয়ে কয়েক ধাপে চলবে ভোট। এই নির্বাচনকে সামনে রেখে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Gp ad

ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ ২০২৩ সালের ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন
উপজেলা চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১লাখ টাকা করার সিদ্ধান্ত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অত্যাসন্ন বিধায় ওই নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। তাই “ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা” অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এ ক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে আগামী  ২৭ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

তাতে আরও উল্লেখ করা হয়, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে ১৮ মার্চ, দাবি-আপত্তি গ্রহণের শেষ সময় ২১ মার্চ, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ মার্চ।

ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যত দূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সেক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করতে নির্দেশনায় বলা হয়েছে।
আরও পড়ুন কোন উপজেলায় কয় তারিখে ভোট, জানালেন ইসি

উল্লেখ্য, ইসির ঘোষিত তালিকা অনুযায়ী প্রথম ধাপে ৪ মে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপে ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনউপজেলা নির্বাচন উপলক্ষ্যে হিজলা উপজেলায় জনসংযোগ শুরু করেছেন আলতাফ মাহমুদ দিপু সিকদার

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। এরমধ্যে ৪৮১টি উপজেলা পরিষদে ভোটগ্রহণের তারিখ জানিয়েছে ইসি। বাকিগুলোতে পরবর্তীতে নির্বাচন হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় নিউজ

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির ৭৩ নেতাকর্মী বহিষ্কার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা নির্বাচনে ২৫ মার্চ এর মধ্যে ভোট কেন্দ্র চুড়ান্ত :ইসি

সময়ঃ ০৫:২৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু  হবে আগামী মে মাসে।প্রথম ধাপের উপজেলা নির্বাচন  ৪ মে শুরু হয়ে কয়েক ধাপে চলবে ভোট। এই নির্বাচনকে সামনে রেখে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Gp ad

ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ ২০২৩ সালের ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন
উপজেলা চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১লাখ টাকা করার সিদ্ধান্ত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অত্যাসন্ন বিধায় ওই নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। তাই “ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা” অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এ ক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে আগামী  ২৭ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

তাতে আরও উল্লেখ করা হয়, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে ১৮ মার্চ, দাবি-আপত্তি গ্রহণের শেষ সময় ২১ মার্চ, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ মার্চ।

ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যত দূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সেক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করতে নির্দেশনায় বলা হয়েছে।
আরও পড়ুন কোন উপজেলায় কয় তারিখে ভোট, জানালেন ইসি

উল্লেখ্য, ইসির ঘোষিত তালিকা অনুযায়ী প্রথম ধাপে ৪ মে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপে ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনউপজেলা নির্বাচন উপলক্ষ্যে হিজলা উপজেলায় জনসংযোগ শুরু করেছেন আলতাফ মাহমুদ দিপু সিকদার

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। এরমধ্যে ৪৮১টি উপজেলা পরিষদে ভোটগ্রহণের তারিখ জানিয়েছে ইসি। বাকিগুলোতে পরবর্তীতে নির্বাচন হবে।