১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুর উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান রুবেল স্বপদে বহাল

  • সময়ঃ ০৫:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৭ সময়

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:স্বপদে বহাল হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল।

সোমবার (২২ এপ্রিল ) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিজ্ঞ হাইকোর্টে রিট পিটিশন করেন চেয়ারম্যান। বিজ্ঞ বিচারক সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করায় চেয়ারম্যান স্বপদে তাঁর দায়িত্ব পালনে আর কোনো প্রতিবন্ধকতা নেই।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-৩ গৌরীপুরে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়া ও মহিলাদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার. পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী হালদার স্বাক্ষরিত ১ এপ্রিল প্রদত্ত প্রজ্ঞাপনে এ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।

পত্র সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে চাল বিতরণে অনিয়ম, সরকারি কর্মচারীদের সাথে অসৌজন্যমূরক আচরণ ও হুমকি প্রদান এবং দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আক্রমণ করে নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ময়মনসিংহের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিজ্ঞ হাইকোর্টে ৪২৩৮/২০২৪নং রিট পিটিশন আবেদন করেন  সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল । গত ৮ এপ্রিল শুনানী শেষে সাময়িক বরখাস্তের আদেশের
বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারপতি।

এ আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী  উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. কে. এম আনিছুজ্জামান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (২১ এপ্রিল ) জেলা প্রশাসককে পত্র দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম রায় ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭জানুয়ারি ভোট চলাকালীন সময়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেলের নেতৃত্বে দৃর্বৃত্ত্বরা হামলা চালায়।

তাদেরকে প্রতিরোধ করতে প্রিজাইডিং অফিসারের আদেশে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা পিসি আজিজুল ইসলাম খান এসময় হাতে থাকা শর্টগান (নং-০৪৪৫১) দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন।

হামলাকারীরা পাল্টা অস্রের ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করে ব্যবহৃত ও অবব্যহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও আটটি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়। বাঁধা দেয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের সাবইন্সপেক্টর আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অস্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায় বাদী হয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক মেম্বার শফিকুৃল ইসলাম শফিক, মোন্তাজ ওরফে মন্টি ও কসাই হিরণের নামে ও অজ্ঞাত ১৫০জনকে আসামী করে মামলা দায়ের করেন। ফলে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকে।পরবর্তীতে ১৩ জানুয়ারি এ কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ৫৬৬ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গৌরীপুর উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান রুবেল স্বপদে বহাল

সময়ঃ ০৫:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:স্বপদে বহাল হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল।

সোমবার (২২ এপ্রিল ) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিজ্ঞ হাইকোর্টে রিট পিটিশন করেন চেয়ারম্যান। বিজ্ঞ বিচারক সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করায় চেয়ারম্যান স্বপদে তাঁর দায়িত্ব পালনে আর কোনো প্রতিবন্ধকতা নেই।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-৩ গৌরীপুরে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়া ও মহিলাদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার. পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী হালদার স্বাক্ষরিত ১ এপ্রিল প্রদত্ত প্রজ্ঞাপনে এ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।

পত্র সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে চাল বিতরণে অনিয়ম, সরকারি কর্মচারীদের সাথে অসৌজন্যমূরক আচরণ ও হুমকি প্রদান এবং দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আক্রমণ করে নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ময়মনসিংহের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিজ্ঞ হাইকোর্টে ৪২৩৮/২০২৪নং রিট পিটিশন আবেদন করেন  সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল । গত ৮ এপ্রিল শুনানী শেষে সাময়িক বরখাস্তের আদেশের
বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারপতি।

এ আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী  উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. কে. এম আনিছুজ্জামান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (২১ এপ্রিল ) জেলা প্রশাসককে পত্র দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম রায় ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭জানুয়ারি ভোট চলাকালীন সময়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেলের নেতৃত্বে দৃর্বৃত্ত্বরা হামলা চালায়।

তাদেরকে প্রতিরোধ করতে প্রিজাইডিং অফিসারের আদেশে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা পিসি আজিজুল ইসলাম খান এসময় হাতে থাকা শর্টগান (নং-০৪৪৫১) দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন।

হামলাকারীরা পাল্টা অস্রের ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করে ব্যবহৃত ও অবব্যহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও আটটি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়। বাঁধা দেয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের সাবইন্সপেক্টর আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অস্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায় বাদী হয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক মেম্বার শফিকুৃল ইসলাম শফিক, মোন্তাজ ওরফে মন্টি ও কসাই হিরণের নামে ও অজ্ঞাত ১৫০জনকে আসামী করে মামলা দায়ের করেন। ফলে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকে।পরবর্তীতে ১৩ জানুয়ারি এ কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ৫৬৬ ভোট।