০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
কিভাবে WhatsApp-এর মেসেজ মুছে দেওয়া মেসেজ

নতুন ফিচার নিয়ে আসলো”WhatsApp “

  • সময়ঃ ১১:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ২৮ সময়
ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের স্বার্থে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় WhatsApp। এখন কাউকে মেসেজ পাঠানোর পর চাইলেই তা মুছে ফেলতে পারেন প্রেরক। প্রাপক মেসেজটি দেখতে না পেলেও বুঝতে পারেন, কিছু পাঠানো হয়েছিল, যা ডিলিট করা হয়েছে। ফলে প্রাপকের মনে কৌতুহল ভিড় করে। ভাবতে থাকেন, কী মেসেজ এসেছিল, যা মুছে দেওয়া হয়েছে। সমস্যা সমাধান এবার হাতের মুঠোয়। এবার থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই সহজে আপনিও দেখতে পাবেন ডিলিটেড মেসেজ।

নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী! কীভাবে এটা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই দেখতে পাবেন ডিলিটেড মেসেজ। এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কী। যদি অ্যান্ড্রয়েড ভার্সন ১১ বা তার উপর হয়, তাহলেই আপনার ফোনে দেখা যাবে মুছে ফেলা মেসেজ।

১. প্রথমে ফোনের সেটিংসে যান।
২. তার পর বেছেনিন নোটিফিকেশন।
৩. এর পর যান মোর সেটিংস বা অ্যাডভান্সড সেটিংস।
৪. এর পর যান নোটিফিকেশন হিস্টরিতে।
৫. স্ক্রিনে ভেসে ওঠা Toggle চালু করে দিন।

এর মাধ্যমে আপনি ফোনে গত ২৪ ঘণ্টায় যা যা নোটিফিকেশন পেয়েছেন তা দেখতে পাবেন। তার মধ্যেই থাকবে ডিলিটেড মেসেজও। প্রসঙ্গত, আগেও ডিলিটেড মেসেজ দেখা যেত। সেক্ষেত্রে ব্যবহার করতে হত থার্ড পার্টি অ্যাপ।

Tag :
About Author Information

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

কিভাবে WhatsApp-এর মেসেজ মুছে দেওয়া মেসেজ

নতুন ফিচার নিয়ে আসলো”WhatsApp “

সময়ঃ ১১:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের স্বার্থে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় WhatsApp। এখন কাউকে মেসেজ পাঠানোর পর চাইলেই তা মুছে ফেলতে পারেন প্রেরক। প্রাপক মেসেজটি দেখতে না পেলেও বুঝতে পারেন, কিছু পাঠানো হয়েছিল, যা ডিলিট করা হয়েছে। ফলে প্রাপকের মনে কৌতুহল ভিড় করে। ভাবতে থাকেন, কী মেসেজ এসেছিল, যা মুছে দেওয়া হয়েছে। সমস্যা সমাধান এবার হাতের মুঠোয়। এবার থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই সহজে আপনিও দেখতে পাবেন ডিলিটেড মেসেজ।

নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী! কীভাবে এটা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই দেখতে পাবেন ডিলিটেড মেসেজ। এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কী। যদি অ্যান্ড্রয়েড ভার্সন ১১ বা তার উপর হয়, তাহলেই আপনার ফোনে দেখা যাবে মুছে ফেলা মেসেজ।

১. প্রথমে ফোনের সেটিংসে যান।
২. তার পর বেছেনিন নোটিফিকেশন।
৩. এর পর যান মোর সেটিংস বা অ্যাডভান্সড সেটিংস।
৪. এর পর যান নোটিফিকেশন হিস্টরিতে।
৫. স্ক্রিনে ভেসে ওঠা Toggle চালু করে দিন।

এর মাধ্যমে আপনি ফোনে গত ২৪ ঘণ্টায় যা যা নোটিফিকেশন পেয়েছেন তা দেখতে পাবেন। তার মধ্যেই থাকবে ডিলিটেড মেসেজও। প্রসঙ্গত, আগেও ডিলিটেড মেসেজ দেখা যেত। সেক্ষেত্রে ব্যবহার করতে হত থার্ড পার্টি অ্যাপ।